Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped





Title
উদ্ভাবন আইডিয়া বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছে
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর

(জেলা আইসিটি কেন্দ্র)

www.madaripur.gov.bd

 

 

 

 

স্মারক নং-০৫.৪১.৫৪০০.১২২.০৫.০০১.১৫-  ১৫৬                                           তারিখ: ৩১ অক্টোবর, ২০১৬ খ্রি:

 

 

 

বিষয়:  উদ্ভাবনী আইডিয়া বাসত্মবায়নের অগ্রগতি পর্যালোচনার বিষয়ক কমশালায় অংশগ্রহণ।

 

 

সূত্র:    এটুআই প্রোগ্রামের ০২ আগস্ট, ২০১৬ তারিখের ০৩.৮০৪.০০৩.০০.০০.০১৭.২০১৬-১৬১১ নং স্মারক।

 

 

        উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষক্ষতে গত ১৩-১৪ ফেব্রম্নয়ারি, ২০১৬ তারিখে জেলা ও উপজেলা ইনোভেশন টিম সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, মাদারীপুর এ অনুষ্ঠিত জেলা পর্যায়ে নাগরিক সেবা উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রাপ্ত উদ্ভাবনী আইডিয়া বাসত্মবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী ০৩ নভেম্বর, ২০১৬ তারিখ সকাল ৯.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, মাদারীপুর এ এক কর্মশালার আয়োজন করা হবে। উক্ত কর্মশালায় উদ্ভাবনী উদ্যোগের অগ্রগতির তথ্যসহ অংশগ্রহণের জন্য তাঁকে অনুরোধ করা হলো।

 

 

 

 

বিতরণ: জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়

1         উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার (সকল), মাদারীপুর। উপজেলা ইনোভেশন টিম সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণের অনুরোধসহ।

2        জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সদস্য, জেলা ইনোভেশন টিম, মাদারীপুর।

3        উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর ও সদস্য, জেলা ইনোভেশন টিম, মাদারীপুর।

4         জেলা তথ্য অফিসার ও সদস্য, জেলা ইনোভেশন টিম, মাদারীপুর।

5        সহকারী কমিশনার (আইসিটি) ও সদস্য, জেলা ইনোভেশন টিম, মাদারীপুর।

6        সহকারী প্রোগ্রামার, আইসিটি অধিদপ্তর ও সদস্য, জেলা ইনোভেশন টিম, মাদারীপুর।

 

7        জনাব-----------------------------------------------

 

 

(খালেদ মোহাম্মদ জাকী)

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

জেলা ইনোভেশন অফিসার

মাদারীপুর

ফোন: +৮৮০৬৬১-৬২৬২৭

মোবা: +৮৮০১৭৩৩৩৫১৪০৩

                         adcgmadaripur@gmail.com

 

অনুলিপি:

১. জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, ফোকাল পয়েন্ট কর্মকর্তা, এটুআই প্রোগ্রাম, ঢাকা।

২. গোপনীয় সহকারী। জেলা প্রশাসক মহোদয়ের সদয় অবগতির জন্য

Images
Attachments