গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর
(জেলা আইসিটি কেন্দ্র)
www.madaripur.gov.bd
স্মারক নং-০৫.৪১.৫৪০০.১২২.০৫.০০১.১৫- ১৫৬ তারিখ: ৩১ অক্টোবর, ২০১৬ খ্রি:
বিষয়: উদ্ভাবনী আইডিয়া বাসত্মবায়নের অগ্রগতি পর্যালোচনার বিষয়ক কমশালায় অংশগ্রহণ।
সূত্র: এটুআই প্রোগ্রামের ০২ আগস্ট, ২০১৬ তারিখের ০৩.৮০৪.০০৩.০০.০০.০১৭.২০১৬-১৬১১ নং স্মারক।
উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষক্ষতে গত ১৩-১৪ ফেব্রম্নয়ারি, ২০১৬ তারিখে জেলা ও উপজেলা ইনোভেশন টিম সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, মাদারীপুর এ অনুষ্ঠিত জেলা পর্যায়ে নাগরিক সেবা উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রাপ্ত উদ্ভাবনী আইডিয়া বাসত্মবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী ০৩ নভেম্বর, ২০১৬ তারিখ সকাল ৯.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, মাদারীপুর এ এক কর্মশালার আয়োজন করা হবে। উক্ত কর্মশালায় উদ্ভাবনী উদ্যোগের অগ্রগতির তথ্যসহ অংশগ্রহণের জন্য তাঁকে অনুরোধ করা হলো।
বিতরণ: জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় 1 উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার (সকল), মাদারীপুর। উপজেলা ইনোভেশন টিম সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণের অনুরোধসহ। 2 জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সদস্য, জেলা ইনোভেশন টিম, মাদারীপুর। 3 উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর ও সদস্য, জেলা ইনোভেশন টিম, মাদারীপুর। 4 জেলা তথ্য অফিসার ও সদস্য, জেলা ইনোভেশন টিম, মাদারীপুর। 5 সহকারী কমিশনার (আইসিটি) ও সদস্য, জেলা ইনোভেশন টিম, মাদারীপুর। 6 সহকারী প্রোগ্রামার, আইসিটি অধিদপ্তর ও সদস্য, জেলা ইনোভেশন টিম, মাদারীপুর।
7 জনাব-----------------------------------------------
| (খালেদ মোহাম্মদ জাকী) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ইনোভেশন অফিসার মাদারীপুর ফোন: +৮৮০৬৬১-৬২৬২৭ মোবা: +৮৮০১৭৩৩৩৫১৪০৩ adcgmadaripur@gmail.com
|
অনুলিপি:
১. জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, ফোকাল পয়েন্ট কর্মকর্তা, এটুআই প্রোগ্রাম, ঢাকা।
২. গোপনীয় সহকারী। জেলা প্রশাসক মহোদয়ের সদয় অবগতির জন্য
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS