মাদ্র্রাসার নাম:মাদারীপুর আহমাদিয়া কামিল(স্নাতকোত্তর)মাদরাসা।
প্রতিষ্ঠাকাল:০১-০১-১৯৪৯ খ্রি.
প্রতিষ্ঠাতা:মরহুম হযরত মা্ওলানা নুর মোহাম্মদ(র:) পীর সাহেব পখীরা।
মাদরাসার অখন্ড জমির পরিমান:১একর ২২ শতাংশ।
বর্তমান সভাপতি: আলহাজ্ব হযরত মাওলানা এস.এম.ছগীর মাহমুদ(পীর সাহেব পখীরা)
মাদরাসার বর্তমান শিক্ষার্থীর সংখ্যা: ৮৫০জন।
২০১৩সালে দাখিল পরীক্ষার পাসের হার: শতভাগ।
বর্তমান শিক্ষকের সংখ্যা:৩১জন।
কর্মচারীর সংখ্যা: ১০জন।
বর্তমান অধ্যক্ষ: মো: আমিনুল্ সলাম।
মাদারীপুর আহমাদিয়া কামিল(সণাতকোত্তর)মাদরাসাটি আড়িয়াল খাঁ নদীর তীরে মহিষের চর গ্রামে ১৯৪৯ সালে শারছীনার মরহুম পীরে কামেল হয়রত মাওঃ আল্লামা নেছারুদ্দিন (রঃ) এর খেলাফত প্রাপ্ত পখীরার পীর সাহেব মরহুম আলহাজ্ব হযরত মাওঃ নুর মোহাম্মদ (রঃ) প্রতিষ্ঠা করেন। বহু জ্ঞাণী-গুণী এ মাদরাসা থেকে শিক্ষা লাভ করে দেশ-বিদেশে খেদমত করে চলছেনএবং দেশের বহু গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। এ প্রাচীনতম ঐতিহ্যবাহী মাদরাসাটি অত্র অঞ্চলের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপিট হিসেবে আজও কালের স্বা্ক্ষী হিসেবে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। কালের বিবর্তনে মাদরাসাটি অড়িয়াল খাঁ নদীর গর্ভে ১৯৮৪ সালে বিলীন হয়ে যায়। মরহুম পীর সাহেব হুজুরের এক মুরিদ বর্তমান কুকরাইল নামক স্থানে ১একর ২২ শতাংশ জমি দান করলে সেখানে পরবর্তিতে মাদরাসাটি স্থানান্তরিত হয়। বর্তমানে ৮৫০জন ছাত্র/ছাত্রী,৩১জন শিক্ষক/শিক্ষিকা ও ১০জন কর্মচারী নিয়ে মাদরসাটি তার শিক্ষা কর্যক্রম সুচারুরূপে চালিয়ে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস